• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আগামী সপ্তাহেই দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

 


চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম একপ্রেসওয়ে ঢাকা-ভাঙা মহাসড়ক। পদ্মা সেতুর ২ পাশে নির্মিত এ ফোর লেন সড়কটি উদ্বোধন হলে সেতুর আগেই সুফল পেতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সরকার বলছে, মুজিববর্ষের ক্ষনগণনার শুরুর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এ এক্সপ্রেসওয়ে।  কোথাও থামবে না গাড়ি। নেই ট্রাফিক সিগন্যাল কিংবা ইন্টার ক্রসিংয়ের ঝামেলা। ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়ি পদ্মা সেতু হয়ে একই গতিতে পৌঁছে যাবে ফরিদপুর। এমনই পরিকল্পনা থেকে নির্মাণ করা হয়েছে ঢাকা-ভাঙ্গা ফোর লেন সড়ক।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার আর মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটারের এ সড়কটি হতে যাচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। নির্মাণের পর এর মধ্যেই সড়কের বড় একটি অংশ উন্মুক্ত করে দেয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। ফলে এখন থেকেই সুফল পাচ্ছেন চালক ও যাত্রীরা।
একজন চালক বলেন, গাড়ি চালাইতেও ভালো লাগতেছে যে একটানে মাওয়া যাইতে পারতেছি বইলা। 

এ মহাসড়কে ছোট বড় সেতু আছে ৩১টি। আছে ৬টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ১৫টি আন্ডারপাস আর ৩টি ইন্টারচেঞ্জের সুবিধা। ৪ লেনের মহাসড়কের দু’পাশে স্থানীয় যানবাহন চলার জন্য জায়গা থাকায় সু্বিধা পাওয়া যাবে ৬ লেনের। ২০১৬ সালে কাজ শুরু। শুরুতে ২০১৯ সালের শেষ করার কথা হলেও পরে মেয়াদ বাড়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত। এখন নির্ধারিত সময়ের আগেই খুলে দেয়া হচ্ছে এ মহাসড়ক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এখন। ১১ ও ১২ তারিখে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবে। এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছিল সোয়া ৬ হাজার কোটি টাকা। পরে মেয়াদ বাড়ার সাথে সাথে বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় ১১ হাজার কোটি টাকা।

ঝালকাঠি আজকাল