• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আগাম শীতের সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছেই

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

অল্প সময়ে, কম খরচে উৎপাদন করা যায় বলে কৃষকদের আগ্রহ বাড়ছে আগাম শীতকালীন সবজি চাষে। শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন দক্ষিনাঞ্চলের প্রান্তিক কৃষকরা। যদিও এ বছরে বৃষ্টির কারণে ফসল উৎপাদন কিছুটা কম, তবুও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। যার ফলে প্রতি বছরই জেলায় জেলায় বাড়ছে আগাম সবজি চাষ।

আগাম শীতকালীন নানা ফসল উৎপাদনে ভাদ্র মাসের প্রথম থেকেই ব্যস্ত হয়ে পড়েছিলো কৃষকরা। উদ্দেশ্য, শীতের আগেই শীতকালীন সবজি ভোক্তাদের কাছে পৌঁছানো। বাজারে এসব সবজির কদর থাকায় দামও মিলে বেশ ভালো। ফলে, অন্যান্য মৌসুমের চেয়ে আগাম সবজি বাজারজাত করে বেশি লাভকরছেন কৃষকরা।

 

কৃষকদের কাছ থেকে পাইকাররা প্রতিটি বাধাকপি ১২ টাকায়, ফুলকপি ২৫ টাকা কেজি, শিম ৪০ টাকা কেজি দরে কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, বর্তমানে মাটি ও আবহাওয়া এ ধরনের ফসল উৎপাদনে অনুকূলে থাকায় কৃষকরা লাভের অংক গুনতে পারছে। এবার ফুলকপি, বাধাকপি, শিম, বেগুন, মুলা এবং ধনিয়াসহ বিভিন্ন জাতের ফসল চাষ হচ্ছে।

 

ঝালকাঠি আজকাল