• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আইপিএলের ৩০ লাখ ডলার ছুড়ে ফেলেন মার্শ !

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

বেঁচে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য মানুষের টাকার প্রয়োজন আছে। কেউ মানুক আর না মানুক, এটাই সত্য। কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে বিষয়টাই আলাদা হয়ে যায়। যেমন অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার মিচেল মার্শ। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে হঠাৎ করেই ডাকা হয় তাকে। তাকে দলে নেওয়া নিয়ে সমালোচনাও হয়। কিন্তু নিজের আর্থিক ক্ষতি হলেও দেশের ডাকে ছুটে আসেন মার্শ; প্রথম দিনেই ৪ উইকেট তুলে নিয়ে সমালোচকদের মুখও বন্ধ করে দেন তিনি।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা পাওয়া নিশ্চিত করতে ৩০ লাখ ডলার চুক্তি ফিরিয়ে দিয়েছেন মার্শ! বিশ্বকাপ খেলতে তিনি আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া লিগে সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। উদ্দেশ্য ছিল ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করে বিশ্বকাপে ভালো করা। কিন্তু দুর্ভাগ্য আর কাকে বলে! চোটের কারণে বিশ্বকাপ বা সারের হয়ে কাউন্টি খেলা হয়নি এই পেস বোলিং অল-রাউন্ডারের। চলতি অ্যাশেজেও সুযোগ হয়নি তার।

এরপরেই যেন কপাল খুলে যায় মার্শের। চোট থেকে সেরে উঠে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত একটু দেরিতে হলেও ডাক পেলেন অ্যাশেজে। শুধু টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩ মিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে এসেছেন মার্শ। ২০১৬ আইপিএলে ১০ লাখ ডলার পেয়েছিলেন মিচেল। নতুন সম্প্রচার স্বত্ব মিলিয়ে এবার সেটা ৩০ লাখ ডলার হওয়ার কথা ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ  ২৫ কোটি ৩৫ লাখ টাকা।

ঝালকাঠি আজকাল