• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আইজিপির নির্দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের মনিটরিং-অভিযান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

 


করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে দেশজুড়ে অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদ ও দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শনিবার (২৮ মার্চ) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বিষয়টি  নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাজার সরবারাহ সচল রাখতে অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেন আইজিপি। সেই নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিট একযোগে অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।
সরবরাহ ঠিক রাখতে সংশ্লিষ্ট যানচলাচল ঠিক রেখে বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে পুলিশ। এসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনে পুলিশ অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

এছাড়া করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করতে পুলিশের ইউনিটগুলো মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

ঝালকাঠি আজকাল