• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

অবৈধ অনুপ্রবেশে বঙ্গোপসাগর থেকে ২৬ ভারতীয় জেলে আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ ভারতীয় জেলেদের আটক করেছে নৌবাহিনী। শনিবার বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাছ শিকারের কাজে ব্যবহৃত এফ বি শঙ্খ প্রদিপ ও মা মঙ্গল নামে দুটি ট্রলারও জব্দ করা হয়।

বিকেলেই আটকদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনীর বরাত দিয়ে থানার এস আই মো. আহাদ বলেন, বঙ্গোপসাগরে জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। নৌবাহিনীর মোংলাস্থ দীগরাজ ঘাটির চীফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে এদিন থানায় আন্তর্জাতিক সমুদ্র আইনে মামলা করেন।

এস আই আহাদ আরও জানান, আটকদের রোববার (১৯ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে। তবে এসময় তিনি তাদের নাম ও পরিচয় জানাতে পারেন নি।

ঝালকাঠি আজকাল