• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অগ্নীকান্ডে পুড়ে যাওয়া দোকানঘর পরিদর্শনে ঝালকাঠির পুলিশ সুপার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  


ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন শ্রীরামপুর বাজারে অগ্নীকান্ডে ৬টি দোকানঘর ভূমিভূত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে ঝালকাঠির নলছিটি উপজেলাধীন শ্রীরামপুর বাজারে অগ্নীকান্ডে ৬টি দোকানঘর সম্পূর্ন ভাবে পুড়ে যায়। এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, ভোররাতে আগুন লাগার পর স্থানীয়রা তা দেখতে পায়। এ সময় তারা ডাকচিৎকার করতে থাকলে স্থানীয়রা আগুন নেভাবে দৌড়ে আসলেও বৈদ্যুতিক সংযোগ থাকায় কেউ কেউ ভয়ে দুরেই থেকে যায়। দেখতে দেখতে আগুনের লেলীহান শিখা দ্রুত ছড়িয়ে পরে একে একে অধিক দোকানে আগুন ছরিয়ে পড়লে স্থানীয়রা ফায়ার্সাভিস সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত বিষয়ে খোজ নিয়ে জানাযায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এ বিষয় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা জানান, দোকানঘর আগুনে পুড়ে যাবার ফলে প্রায় ৫০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে শ্রীরামপুর বাজারে অগ্নীকান্ড ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থানে ছুটে যান ঝালকাঠী জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় তার সাথে এম এম মাহমুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।

ঝালকাঠি আজকাল