• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

ইউরোপের যেসব দেশে তুষারপাত হয়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

শীতকাল ভ্রমণপিপাসুদের জন্য প্রিয়। পৃথিবীর কিছু কিছু দেশে শীতকালে তুষারপাত হয়। ইউরোপের কয়েকটি দেশে শীতকালে গেলে শ্রেত-শুভ্র তুষারের দেখা পাবেন। জানুন ইউরোপের কোন কোন দেশে তুষারপাত হয়।

জুরিখ
বরফ দেখতে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। জুরিক শহরের বাড়ির ছাদ, স্কুল, দোকানপাট সব যে শীতকালে ঢেকে যায় সাদা নরম বরফে।

প্রাগ
চার্লস সেতুর উপরে দাঁড়িয়ে এই শহরটি দেখলে দিনের য কোনো সময়েই প্রাগের প্রেমে পড়া যায়। তবে শীতের প্রাগের সৌন্দর্য যেন আলাদাই।

হেলসিঙ্কি
ইউরোপে বরফ দেখার জন্য ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কিও গন্তব্য হিসেবে বেশ ভাল। বল্টিক সাগরের ধারের এই শহর সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত।

আমস্ট্যারডাম
ছোট ছোট জলাশয়ে সাজানো এই শহর সারা বছরই সুন্দর। টলটলে নীল জলে ভরা নালা দিয়ে চলে লাল নৌকা। আশপাশের রঙিন বাড়িগুলোর ছায়াও পড়ে আবার সেই জলে।

প্যারিস
প্রেমের শহর বলে পরিচিত ফ্রান্সের এই রাজধানী শহর। আইফেল টাওয়ার দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন সেখানে বছরের বিভিন্ন সময়ে।

লন্ডন
ডিসেম্বর পড়লে লন্ডনের বাসিন্দারা প্রস্তুত থাকেন যেকোনো দিন ঘুম থেকে উঠে দেখবেন, চারপাশ হঠাৎ সাদা তুলোর মতো বরফে ঢেকে গিয়েছে।

ঝালকাঠি আজকাল