• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

শান্তকে ফোন করে যা বললেন সাকিব

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (২৮ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা।
সেই ম্যাচে সাকিব আল হাসান খেলছেন না। দলের সঙ্গে না থাকলেও ক্রিকেটারদের সঙ্গে ঠিকই যোগাযোগ রাখছেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাজনীতি নিয়ে সোমবার ব্যস্ত সময় পার করলেও দলের ক্রিকেটারদের খোঁজ নিয়েছেন সাকিব আল হাসান। শান্ত জানান, ফোন করে দলের খোঁজ নিয়েছেন সাকিব। এ সময় সবাইকে শুভকামনা জানানোর পাশাপাশি কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘দলের ব্যাপারে গতকাল ওনার সাথে কথা হয়েছে। সবাইকে উইশ করেছেন। সব ক্রিকেটারদের শুভকামনা জানিয়েছেন তিনি। বলেছেন আমরা যে জিনিসটা পারি সেটাই যেন করি।’

শান্ত আরো বলেন, ‘এই দলটাকে আমি একদম অনেক নতুন দল বলবো না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছে। একটা সময় উনারা খেলবেন না। ’

ঝালকাঠি আজকাল