• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

ঝালকাঠি আজকাল

নারীদের ডিপিএলের পর্দা উঠছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

আগামী ২৫ মে পর্দা উঠবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। আসন্ন টুর্নামেন্টটি ৯ দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে। এই আসরের ম্যাচগুলো ঢাকার তিনটি মাঠে অনুষ্ঠিত হবে।
আসন্ন টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে মুখোমুখি হবে মোহামেডান-কলাবাগান। একইদিনে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বিপক্ষে মাঠে নামবে গুলশান ইয়ুথ ক্লাব এবং বিকেএসপি-সিটি ক্লাব।

প্রথম দিনের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। বিকেএসপির ১ ও ৩ নম্বর মাঠ এবং ফতুল্লা স্টেডিয়ামে হবে ডিপিএলের ম্যাচগুলো। অবশ্য এখনো টুর্নামেন্টের পুরো সূচি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে এবারের ডিপিএলে ১১টি দল অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় অ্যাজাক্স ও শেখ রাসেল। যে কারণে ৯ দল নিয়েই হবে এবারের টুর্নামেন্ট।

দুটি দল সরে যাওয়ায় ওই সময় জাতীয় দলের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগ্রেস পেসার জাহানারা আলম বলেন, ‌‘দুইটা টিম খেলতে আসছে না, এটা উইমেন্স ক্রিকেটের জন্য খুবই খারাপ একটা বিষয়। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু  সারাবছর আশা নিয়ে থাকে। অক্লান্ত পরিশ্রম করে তারা। নিজেদের টাকা ইনভেস্ট করে ট্রেইনিং করে, কিন্তু তারা সেরকম স্বাবলম্বীও নয়। আপনারা জানেন যারা ন্যাশনাল প্লেয়ার, তারা মোটামুটি স্বাবলম্বী।’

ঝালকাঠি আজকাল