• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

এবার ক্লাসেন ঝড়ে বিধ্বস্ত ভারত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

প্রথম ম্যাচে ডেভিড মিলার ও রসি ফন ডার ডুসেনের তাণ্ডবে ২১১ রানের বিশাল সংগ্রহ নিয়েও জিততে পারেনি ভারত। পরেরটিতে এবার মিলার-ডুসেনকে বেঁধে রাখলেও, দাঁড়িয়ে গেলেন হেনরিখ ক্লাসেন। তার ঝড়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে আগে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৮ রান। জবাবে ১০ বল হাতে রেখে ঠিক ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছেছে প্রোটিয়ারা। ক্লাসেনের ৪৬ বলে ৮১ রানের মারকাট ইনিংসেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে লিড নিয়েছে টেম্বা বাভুমার দল।

অথচ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ৮ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সাজঘরে ফিরে যান রেজা হেন্ডরিকস (৪), ডোয়াইন প্রিটোরিয়াস (৪), রসি ফন ডার ডুসেনরা (৪)। সেখান থেকেই শুরু হয় ক্লাসেনের তাণ্ডব।

একপর্যায়ে ১১ বলে মাত্র ৪ রান ছিল ক্লাসেনের। সেখান থেকে আউট হওয়া পর্যন্ত পরের ৩৫ বলে তিনি নেন ৭৭ রান। সবমিলিয়ে সাত চার ও পাঁচ ছয়ের মারে ৪৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া টেম্বা বাভুমা ৩০ বলে ৩৫ ও ডেভিড মিলার ১৫ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এর আগে কটকের বারাবটি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। সর্বোচ্চ ৪০ রান করেন স্রেয়াশ আয়ার। ২১ বলে ৩৪ রান করেন ইশান কিশান।

শেষ দিকে দিনেশ কার্তিক ২১ বলে অপরাজিত ৩০ রান করার কারণে ভারতের একটা লড়াকু স্কোর দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে। ৯ বলে ১২ রান করেন হার্শাল প্যাটেল। অক্ষর প্যাটেল করেন ১১ বলে ১০ রান। হার্দিক পান্ডিয়া ১২ বল খেলে করেন ৯ রান। রিশাভ পান্ত আউট হন ৫ রান করে।

ঝালকাঠি আজকাল