• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভারতীয় ১ হাজার সরকারি সাইট বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের দখলে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

বাংলাদেশের ২৫টি সরকারি-বেসরকারি সাইট ভারতীয় হ্যাকারের দখলে নেয়ার প্রতিবাদে দেশের হ্যাকার দল তাদের মিশনে ভারতীয় ১ হাজারের বেশি সরকারি-বেসরকারি ওয়েবসাইট দখল করে নিয়েছেন বলে জানিয়েছেন। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের কো-ফাউন্ডার এহসানুল হক জানান, সিভিলিয়ান ফোর্সৃ এর আওতাভুক্ত ‘সিস্টেম এডমিন বিডি’ গত ৫ দিনে ভারতীয় সরকারি বেসরকারি ১০০০ ওয়েবসাইট হ্যাকড, ২০টি ব্যাংকের সার্ভার ডাউন ও ম্যালওয়ার ছড়িয়ে ৯ হাজার ভারতীয় নাগরিকের কম্পিউটার হ্যাক করা হয়েছে। আমরা আগেই কথা দিয়েছিলাম বাংলাদেশের সাইবার স্পেস আক্রমণের প্রসঙ্গ উঠলে বাংলাদেশ কিন্তু বসে থাকবে না বরং কাউন্টার হবে ক্ষত-বিক্ষত।

সিভিলিয়ান ফোর্সের ফাউন্ডার আদিল হাসান জানান, আমরা আমাদের নাগরিকদের বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাংলার সন্তানরা ভয়াবহ কাউন্টারে বিশ্বাসী। আমরা যদি দেশের সরকারি সাইটের দেখাশুনা করার দায়িত্ব পাই, বাংলাদেশের বেসরকারি সাইট ব্যাতিতো গভ:সাইটের ক্ষতি কোনো বহিরাগত দেশ করতে পারতো না, বরং উল্টো কাউন্টার খেয়ে তাদের অপারেশন বন্ধ করতে ব্যস্ত হয়ে যেতো।

ঝালকাঠি আজকাল