• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ছোট্ট এই ছিদ্র না থাকলে স্মার্টফোনই অচল, এর কাজ কি জানেন?

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

স্মার্টফোন এখন বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। স্মার্টফোন হাতে থাকলেই তা অফিসিয়ালি হোক কি ব্যক্তিগত যে কোনও কাজ চোখের নিমিষে করা সম্ভব। আর এই সুযোগে প্রত্যেকদিনই নিত্যনতুন প্রযুক্তি-সুবিধাকে যোগ বাজারে ফোন আনতে মোবাইলপ্রস্তুতকারী সংস্থাগুলো। কিন্তু এত গেল ফোনের কথা।
কিন্তু আপনার হাতে যে ফোনটি রয়েছে তা কখনো ভালো করে দেখেছেন? আপনি কি কখনও খেয়াল করে দেখেছেন ইয়ারফোন পোর্টের পাশে কিংবা চার্জিং পোর্টের পাশে অথবা ক্যামেরার পাশে খুব সরু একটি ছিদ্র থাকে। কিন্তু কেন এই ছিদ্রটি রাখা হয়, এর কাজ কী, তা জানেন কী?

এই ছোট ছিদ্রটি স্মার্টফোনের নিচে রয়েছে। ফোনের চার্জিং পোর্টের নিচে ছিদ্রটি দেখতে পাবেন।  এই ছোট মনে হলেও বাস্তবে এটি অনেক কাজে লাগে। এর মাধ্যমে আপনি আরো ভালো কল করার অভিজ্ঞতা পাবেন। কারণ এই ছিদ্রটি মূলত এক ধরনের মাইক্রোফোন।

তবে সাধারণ মাইক্রোফোন বলতে যা বোঝায়, এটি ঠিক তেমন নয়। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটির নাম ‘রিয়ার মাইক্রোফোন’। এটিকে বলা হয়ে থাকে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন। এই কারণে আপনি শান্তভাবে ভালো মানের কল করতে পারবেন। যদি এটি না থাকে তবে আপনার পক্ষে কথা বলা কঠিন হবে।

আপনি যদি এই ছিদ্রটিকে ছোট বলে মনে করেন বা ভাবেন যে এই বৈশিষ্ট্যটি খুব বেশি কাজ করে না,তাহলে এই ভুল ধারণা ভুলে যান। এই ছোট জায়গায় কারণে,আপনার চারপাশের কোলাহল সম্পূর্ণরূপে মুছে ফেলা সম্ভব হবে। এই ছিদ্রের সাহায্যে আপনি প্রচুর শব্দের মধ্যে থাকলেও কলে অন্যের রণ্ঠস্বর শুনে পাবেন। এমনকি সেই ব্যক্তিও আপনার গলা ভালোভাবে শুনতে পারবে।

এই ফিচারটি প্রতিটি স্মার্টফোনে দেওয়া আছে। যদি কোনো ফোনে এটি না দেওয়া হয় তবে আপনার কল করা খুব কঠিন হয়ে দাঁড়াবে।

ঝালকাঠি আজকাল