• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

যেভাবে জি-মেইলে ভিডিও কল করবেন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

জি-মেইলে রয়েছে ভিডিও কল কিংবা মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে ভিডিও কলের ফিচার। ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। 

এ ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট নির্বচন করুন। তারপর ডায়াল করুন। রিং বাজবে। যে কোনো স্মার্টফোন থেকে এ কলের উত্তর দেওয়া যাবে। কীভাবে জি-মেইলে ভিডিও কল করতে পারবেন জেনে নিন-

প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন। মিট সেকশন থেকে নিউ মিটিংয়ে ক্লিক করুন। লিংক বা ই-মেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন। এরপর মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন। মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।
যদি অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন। নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিংকে ক্লিক করুন।

মিটিংয়ে যোগ দিতে ‘জয়েন নাও’-এ ক্লিক করুন। মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

ঝালকাঠি আজকাল