• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শুধু ভিডিও কল নয়, এবার নিজস্ব ই-মেইল আনছে জুম

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

করোনাকালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে জুম শব্দটি! বলার অপেক্ষা রাখে না; এটি একটি ভিডিও কনফারেন্সসিং অ্যাপ! অফিস মিটিং থেকে শুরু করে স্কুল-কলেজের সেমিনার ইত্যাদি একাধিক কাজ সংঘটিত হয় জুমের মাধ্যমে। এবার পরিষেবার প্রসার ঘটাতে নিজস্ব ই-মেইল ও ক্যালেন্ডার লঞ্চ করতে চলেছে এই অ্যাপ।

সূত্রের খবর, চলতি বছরের শেষ প্রান্তিকে পরিষেবাটি লঞ্চ করতে পারে জুম। টেক দুনিয়ায় গুঞ্জন জুম তাদের ই-মেইল ও ক্যালেন্ডার প্ল্যাটফর্মের নাম রাখতে চলেছে- Zmail এবং Zcal।

এই মুহূর্তে ভিডিও কল ও ই-মেইল একইসঙ্গে দুই পরিষেবা দিয়ে থাকে গুগল মালিকাধীন প্ল্যাটফর্ম জি-মেইল। ২০১৮ সালে গুগল তাদের রিপোর্টে জানায়, বিশ্বজুড়ে ১.৫ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে জি-মেইলের। যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে তারা।

লিটমাস এর পরিসংখ্যান অনুসারে, মেইলের ক্ষেত্রে জি-মেইলের থেকেও বেশি ব্যবহারকারী রয়েছে অ্যাপেল ই-মেইলে, প্রায় ৫৭.৭২ শতাংশ মার্কেট শেয়ার তাদের। যেখানে জি-মেইলের রয়েছে ২৯.৪৩ শতাংশ মার্কেট শেয়ার। মাইক্রোসফট আউটলুকের রয়েছে ৪.৩৩ শতাংশ মার্কেট শেয়ার।

জানা গেছে, প্রায় দু বছর ধরে এই পরিষেবার ওপর কাজ করছে জুম। এই বছরের নভেম্বরে জুমটোপিয়া (Zoomtopia) কনফারেন্স এই দুই পরিষেবা সংক্রান্ত বিশদ তথ্য অথবা এই দুই প্ল্যাটফর্ম উন্মোচন করতে পারে জুম।

ঝালকাঠি আজকাল