• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

শরীরের রোগ আগাম জানাবে ‘ন্যানুট্যাক’ ট্যাটু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ আগস্ট ২০২২  

শরীরের কোনো অসুখ হতে যাচ্ছে। সেই অসুখ আগেভাগে জানিয়ে দেবে একটি প্রযুক্তি সমৃদ্ধ ট্যাটু। এমনি ট্যাটু আবিষ্কার করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে কাজ করছে দেশটির বিজ্ঞানীদের একটি দল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিউলের ডিউজিউন শহরের কোরিয়া এডভান্স ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড ট্যাকনোলজির বিজ্ঞানীরা তরল ধাতব এবং কার্বন ন্যানুটিউবের সমন্বয়ে একটি ইলেকট্রিনিক কালির ট্যাটু নিয়ে কাজ করছেন। এটি বায়ো ইলেট্রোড হিসেবে কাজ করবে।

ট্যাটুটি একটি ইলেট্রোকার্ডিওগ্রাম যন্ত্র বা অন্যান্য বায়োসেনন্সর ট্যাটু থেকে রোগীর হার্টের অবস্থা, শরীরের গ্লোকোজ ও লেকটেট এর মতো অন্যান্য রোগের সংকেত পর্যবেক্ষণ করা যাবে।

গবেষকরা মনে করছেন, তারা বায়ো সেন্সরগুলো বিতরণের লক্ষ্য পূরণ করতে পারবেন।

এ প্রকল্পের দল নেতা অধ্যাপক স্টিভ পার্ক বলেন, কালির সঙ্গে আমরা একটি তারবিহীন সংযোগ যুক্ত করতে পারব বলে আশা রাখছি। এতে আমরা শরীরের সঙ্গে যোগাযোগ করতে পারব অথবা আমরা সংকেত ফেরত পাঠাতে পারব এবং এটি দিয়ে আমাদের শরীর থেকে বাইরের যন্ত্রতেও সংকেত পাঠানো সম্ভব।

প্রতিবেদনে বলা হচ্ছে, এর ধরনের পর্যবেক্ষণ ট্যাটু যেকোনো জায়গায় কাজ করবে এমনকি রোগীর বাড়িতেও এটি সচল থাকবে।

ট্যাট আঁকার জন্য কালি হচ্ছে নিরাপদ এবং কালির কণাগুলো গ্যালিয়ামের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা থার্মোমিটারে ব্যবহার করা হয়। কার্বন ন্যানুটিউব দ্বারা প্লাটিনামকে সাজানো হয়েছে যা সচল থাকার জন্য বিদ্যুৎ পরিচালনায় সাহায্য করে থাকে।

পার্ক বলেন, ট্যাটু ত্বকে লাগানোর পর তা ঘঁষে তোলা সম্ভব নয়। এমনকি কোনো তরল ধাতব দিয়ে তা উঠানো যাবে না।

ঝালকাঠি আজকাল