• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ফেসবুক স্ট্যাটাসে ফিলিং অপশনের মতো ফিচার আনছে টুইটার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২  

ফেসবুকে কোনও পোস্ট করার সময় নিজের অনুভূতি বা পোস্টকারী গান শুনছেন কিনা, অথবা বই পড়ছেন কিনা— এরকম স্ট্যাটাস দেওয়া যায়। ঠিক একই আদলে স্ট্যাটাস দেওয়ার পরীক্ষা চালাচ্ছে টুইটার, যার কোড নাম দেওয়া হয়েছে ‘ভাইব’।

একজন গবেষকের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী, টুইট পোস্টে কম্পোজ বক্সের ওপরে ‘সেট স্ট্যাটাস’ একটি ফিল্ড রয়েছে। সেখানে ড্রপডাউনে ক্লিক করলে পাঁচটি প্রিসেট ‘ভাইব’ আসবে। সেগুলো অবশ্য ফান টাইপ নয় যেমন- ‘শপিং গ্রোসারি’ অথবা ‘ড্রাইভিং হাইওয়ে’ এমন ধরনের। তবে এই পাঁচটিই নির্দিষ্ট থাকবে, নাকি ব্যবহারকারী চাইলে কাস্টম থেকে নিজের মতো তৈরি করে নিতে পারবে— তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যম ভার্জ।

ভার্জ মন্তব্য করে যে, ভাইব অনেকটা টুইট করার পূর্ব প্রস্তুতির মতো। অথবা প্রোফাইল লেভেলে অর্থাৎ প্রোফাইল ভিউতেও এটি দেখা যাবে। সার্বিক বিষয় সম্পর্কে টুইটার এখনও কোনও মন্তব্য করেনি। তবে এই স্ট্যাটাসে যদি কাস্টম অপশনটি রাখা হয়, তাহলে প্রশ্ন থেকে যায় যে, সেখানে কী ধরনের স্ট্যাটাস স্থান পাবে, আর  কীভাবে খারাপ ভাইবগুলোকে নিয়ন্ত্রণ করা হবে।

ঝালকাঠি আজকাল