• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শয়তানের প্রভাব ও গুনাহমুক্ত থাকার আমল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জুন ২০২২  

মহান আল্লাহর ছোট্ট একটি প্রশংসামালা। যার অনেক কল্যাণ ও ফজিলত রয়েছে। হাদিসে ঘোষিত অনেক প্রতিদানের পাশাপাশি শয়তানের প্রভাব-বলয় এবং গুনাহের স্পর্শ থেকে মুক্ত থাকবে মুমিন। নবিজী ঘোষিত মহান প্রভুর এ প্রশংসামালা কী?

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজের পর, পা ভাঁজ করা অবস্থায় কথাবার্তা বলার আগে দশবার বলে-

لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيُ وَ يُمِيْتُ بِيَدِهِ الْخَيْرُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়িউ ওয়া ইউমিতু বি-ইয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

আমলের উপকারিতা

প্রত্যেকবার বলার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটি কল্যাণ লিখে দেবেন; তার (আমলনামা) থেকে একটি মন্দ জিনিস দূর করে দেবেন এবং এক স্তর মর্যাদা বাড়িয়ে দেবেন; আর প্রত্যেকবার বলার বিনিময়ে তাকে একটি গোলাম মুক্ত করার সওয়াব দেবেন, তার ওই দিনটি থাকবে সব অপছন্দনীয় জিনিস থেকে নিরাপদ, তাকে রাখা হবে শয়তানের প্রভাব-বলয় থেকে মুক্ত এবং ওইদিন কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারে না; তবে সে যদি আল্লাহর সঙ্গে শিরক করে, তাহলে এ সুবিধা পাবে না।’ (তিরমিজি)

সুবহানাল্লাহ! কী সৌভাগ্য মুমিন মুসলমানে। ছোট্ট একটি তাসিবহ-তাহলিল সমৃদ্ধ প্রশংসাকাব্য। যার বিনিময়ে মহান আল্লাহ কত নেয়ামই না দান করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট এ প্রশংসামালার আমল করার তাওফিক দান করুন। আমিন।

ঝালকাঠি আজকাল