• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

নির্বাচনই জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

নির্বাচনই জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম ব‌লে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের তৃৃণমূল বিএন‌পির প্রার্থী এম এ ইউসুফ।

মঙ্গলবার (২৮ ন‌ভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ম‌নোনয়ন ফরম সংগ্রহ শে‌ষে তি‌নি এ কথা ব‌লেন।

এম এ ইউসুফ বলেন, আ‌মি ম‌নে ক‌রি নির্বাচ‌নে অংশগ্রহ‌ণের মাধ্যমে জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আ‌মি ব্যক্তিগতভা‌বে নির্বাচ‌নে অংশগ্রহণ কর‌তে রা‌জি আছি, যা‌তে আমা‌দের ভোটা‌ধিকার প্রতিষ্ঠা হয়।

তি‌নি ব‌লেন, আমা‌দের দে‌শের বি‌রোধী দলগুলো ভো‌টের অ‌ধিকার প্রতিষ্ঠা করার জন্য আ‌ন্দোলন ও সংগ্রাম ক‌রে আস‌ছে। আ‌মি ম‌নে ক‌রি তারা য‌দি ভো‌টে অংশগ্রহণ ক‌রে তাহ‌লে জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হ‌বে। আজ আ‌মি ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে‌ছি। আশা ক‌রি দুই এক‌দি‌নের ম‌ধ্যেই জমা দেব।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ঝালকাঠি আজকাল