• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

সেনাপ্রধান থেকে যেভাবে জিয়ার রাষ্ট্রপতি নির্বাচন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

নির্বাচন নিয়ে বাংলাদেশে বিতর্ক শুরু থেকেই। তবে ৪৩ বছর আগে আজকের এই দিনে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে যেটি হয়েছে, তা এর আগে এবং পরে এই অঞ্চলে কখনও দেখা যায়নি। ১৯৭৮ সালের ৩ জুনের এই ভোট যেদিন চলছিল, সেদিনও জিয়াউর রহমান বাংলাদেশের সেনাপ্রধান। সে সময়ের পোস্টারেও সেনাবাহিনীর পোশাক পরা জিয়াউর রহমানকে দেখা যায়। অথচ সরকারি চাকরিতে থাকা অবস্থায় ভোটে দাঁড়ানো অবৈধ।

ওই নির্বাচনের আগে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলসহ (জাগদল) ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। মেজর জেনারেল পদে চাকরি করা জিয়াউর রহমানকে প্রার্থী করে এই জোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পাঁচটি দলের সমন্বয়ে গঠিত গণঐক্য জোটের প্রার্থী মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানী।

ভোটে জিয়াউর রহমানের পক্ষে ৭৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়ে বলে জানানো হয়। বলা হয়, ওসমানীর পক্ষে পড়ে ২১ দশমিক ৭ শতাংশ।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, ‘এই নির্বাচন ছিল সাজানো। সে সময় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো কেন্দ্রে ১১০ শতাংশের বেশি ভোট পড়েছিল। জাল ভোট পড়েছে। এটিও উল্লেখ ছিল।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের ভূমিকা আগে থেকেই বিতর্কিত। প্রথমে তার ক্ষমতাকে অটুট রাখার জন্য হ্যাঁ-না ভোটের আয়োজন করলেন। তাতে সব ভোট তার পক্ষে পড়ল। এরপর তিনি পদে থেকে নির্বাচন করলেন। সেনাপ্রধান পদে থেকে যে নির্বাচন করলেন, সরকারি চাকরিবিধি অনুসারে সেটা অবৈধ।’

‘ভোটেও সাজানো একটা নাটক করলেন। বিরোধী দল হিসেবে জেনারেল ওসমানীকে নিয়ে এসেছেন। এটা ছিল জনগণকে ধোঁকা দেয়া। ভোটকেন্দ্রগুলোতে কিছু বিদেশি সাংবাদিককে নিয়ে এসেছিলেন। তারাও লক্ষ করেছেন ভোটাররা আসেনি। জেনারেল জিয়া স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এসে ভোট দিতে বাধ্য করেছেন। এভাবে প্রহসনের নির্বাচন করেছেন’- বলেন এই রাজনৈতিক বিশ্লেষক।

সে সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এ কে মোহাম্মদ আলী শিকদার। মেজর জেনারেল পদে থেকে অবসরে যাওয়া এই নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক গবেষক বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) যে প্রার্থী হলেন, এটি সম্পূর্ণ অবৈধ। কারণ, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। নির্বাচনের আগেই কিন্তু তিনি প্রেসিডেন্ট হলেন স্বঘোষিত হিসেবে। এর আগে তিনি সামরিক আইন প্রশাসক হন। আর একের পর এক আদেশ জারি করে নিজের প্রার্থিতাকে বৈধতা দেয়ার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত তিনি পারেননি।’

 

সেনাপ্রধান থেকে যেভাবে জিয়ার রাষ্ট্রপতি নির্বাচন

তিনি বলেন, ‘সেই নির্বাচনে একজন ব্যক্তির ভোটে দাঁড়াতে হলে কয়েকটি শর্ত ছিল। তার বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। আর তাকে এমপি হওয়ার যোগ্যতা থাকতে হবে আবার তিনি কোনো লাভজনক পদে থাকতে পারবেন না।

‘সেনাবাহিনীর পদ ছিল লাভজনক পদ আর তার জারি করা বিধান অনুসারেই সেই নির্বাচনে দাঁড়ানো ছিল অবৈধ। এটা সাংবিধানিক বিধানের পরিপন্থি, আর্মির শৃঙ্খলারও পরিপন্থি। তার কারণ, আর্মির পদে থাকা অবস্থায় নির্বাচন করা যায় না। সেনাবাহিনীর যে আইন রয়েছে, সেখানেও সেটি সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে, সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় কেউ রাজনীতি করতে পারবে না।’

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘তিনি কেবল আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন তা-ই নয়, তিনি সেনাবাহিনীকেও বিতর্কের মধ্যে ফেলেছেন।’

সেনাপ্রধান থাকা অবস্থায় দলের প্রতিষ্ঠাতার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এটা ৪৩ বছর আগের ঘটনা। আপনি কি রিসার্চ করবেন, নাকি নিউজ করবেন? যদি রিসার্চ করেন আমি আপনাকে কোনো হেল্প করতে পারব না। আর এত বছর আগের ঘটনা, এটা নিয়ে এখন নিউজ হতে পারে না। আপনাদের কি আর কোনো কাজ নাই?’

তিনি এও বলেন, ‘এটা নিয়ে রিসার্চ করলে তো এটাও জানা উচিত যে তখন তিনটা রিট হয়েছিল। আর বিচারপতি সাহাবুদ্দিন তার সব কটি খারিজ করে দিয়েছিলেন।’

যেভাবে ক্ষমতা কুক্ষিগত

জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণে বলতে গেলে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর থেকেই।

তবে এরও এক বছর পর ১৯৭৬ সালের ১৯ নভেম্বর সামরিক আইন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হন সে সময়ের মেজর জিয়াউর রহমান।

সেনাপ্রধান থেকে যেভাবে জিয়ার রাষ্ট্রপতি নির্বাচন

১৯৭৭ সালের ২১ এপ্রিল সেনাপ্রধান থাকা অবস্থাতেই জিয়া হয়ে যান রাষ্ট্রপতি। উর্দি পরা অবস্থাতেই ওই বছরের ৩০ মে ‘হ্যাঁ-না’ ভোট দেন তিনি। বিস্ময়করভাবে ৯৮ দশমিক ৭ শতাংশ ভোট পড়ে ‘হ্যাঁ’র পক্ষে।

এরপর সেনাপ্রধান ও রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই ১৯৭৮ সালের ৩ জুনের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয় ওই বছরের ২১ ফেব্রুয়ারি।

জিয়ার ক্ষমতায় আরোহণ ও শাসন অবৈধ ঘোষণা

জিয়াউর রহমানের এই সেনাশাসন ও তার ক্ষমতায় আরোহণ দুটিই হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষণা হয়েছে যে সময় ক্ষমতায় ছিল বিএনপি।

১৬ বছর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট এই রায় আসে পুরান ঢাকার মুন সিনেমা হলের মালিকানা নিয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে।

সেই রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা সব ধরনের ফরমান অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ১৯৭৫ সালে খন্দকার মোশতাক আহমদ, একই বছরের ৬ নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও পরবর্তী সময়ে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং সামরিক শাসন জারি অবৈধ ও সংবিধান পরিপন্থি হিসেবে উল্লেখ করে আদালত।

সে সময় ক্ষমতায় ছিল বিএনপি এবং এই রায় সরকারের জন্য ছিল ভীষণ বিব্রতকর।

এই রায়ের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আপিল করা হলে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি সে আবেদন খারিজ করে দেয়া হয়।

সেই আবেদনটি আপিল বিভাগের যে বেঞ্চ খারিজ করে দেয়, তাতে বিচারক ছিলেন অবসরে থাকা এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘১৯৭৮ সালের ৩ জুনের নির্বাচন ছিল সংবিধান পরিপন্থি, তামাশার নির্বাচন।’

 

সেনাপ্রধান থেকে যেভাবে জিয়ার রাষ্ট্রপতি নির্বাচন

তিনি বলেন, ‘জিয়া তো প্রথম থেকেই সংবিধান লঙ্ঘন করেছেন। সেনাপ্রধান থেকে নির্বাচন করা সংবিধান লঙ্ঘনের নতুন সংযোজন মাত্র। তার কারণ জিয়া যে সেনাপ্রধান হয়েছিলেন, সেটাও সংবিধান লঙ্ঘন করেই হয়েছিলেন।

‘পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন, সেটাও সংবিধান লঙ্ঘন করে। তিনি সংবিধানকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন। সেটি ছিল রাষ্ট্রদ্রোহিতা।’

তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায়েই তার সব কর্মকাণ্ড অবৈধ হয়ে গিয়েছে। সেই অর্থেই আমরা বলছি, আইনের দৃষ্টিতে জিয়া কখনও বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না। অবৈধ ক্ষমতা দখলদার ছিলেন।’

কমিশন গঠনের সুপারিশ

বাংলাদেশের আইনে মৃত্যু-পরবর্তী কাউকে বিচারের আওতায় আনা যায় না। তবে সেই সময়ের ঘটনাপ্রবাহ তদন্তে এখন একটি তদন্ত কমিশন করা প্রয়োজন বলে মনে করেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি।

তিনি বলেন, ‘কমিশনের ফলে এটা রিপোর্টেড থাকবে জিয়া কী কী অন্যায়, অপরাধ করে গেছেন, বঙ্গবন্ধু হত্যা এবং সংবিধান ছিন্নভিন্ন করে গেছেন।

‘এগুলো কিন্তু বিভিন্ন মামলার বিভিন্ন রায়ে উল্লেখ রয়েছে। সংবিধানের পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, তাহের হত্যা মামলাসহ অনেক মামলাতেই উল্লেখ রয়েছে। এমনকি বঙ্গবন্ধু হত্যা মামলাতেও এর উল্লেখ রয়েছে।’

তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য তদন্ত কমিশন করার দরকার। যাতে তারা জানতে পারে। মানুষ জানতে পারবে জিয়া দেশের যত ক্ষতি করেছিলেন, আর কেউ এমন ক্ষতি দেশের কেউ করেনি। এটি শত শত বছর ধরে আগামী প্রজন্ম জানতে পারবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ-না ভোট

১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগের বছরের ৩০ মে হ্যাঁ-না ভোট হয় দেশে। সেই নির্বাচনে কোনো প্রার্থী ছিল না। পক্ষে বিপক্ষে প্রচারও ছিল না। ব্যালট পেপারে কোনো মার্কাও ছিল না।

ব্যালটে কেবল লেখা ছিল, ‘আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের (বীর উত্তম) প্রতি এবং তার দ্বারা গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল?’

অধ্যাপক মিল্টন বিশ্বাস লিখেছেন, ভোটের দুদিন আগে সড়কের পাশের দেয়ালে, চলমান রিকশা-বাস ও মানুষের ব্যক্তিগত গাড়ি থামিয়ে জোর করে জেনারেল জিয়ার সামরিক পোশাক পরিহিত পোস্টার সাঁটিয়ে দেয়া হয়। একধরনের আতঙ্ক ছড়ানো হয় মানুষের মধ্যে। ভোটের দিন ভয়ে কেউ বের হওয়ার সাহস পায়নি। ফলে ভোটারবিহীন থেকে যায় ভোটকেন্দ্রগুলো। একপর্যায়ে মানুষ খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ভোট দিতে নিয়ে যাওয়া হয়।’

ঝালকাঠি আজকাল