• বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

বিএনপি সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ছিল : শিক্ষামন্ত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

বিএনপি সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ মাঠে উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তার কর্মকাণ্ড ও শাসনকার্য ছিল সম্পূর্ণ বেআইনি। জনগণের ওপর অত্যাচার, নির্যাতন করতেন বলেই জনগণ তাকে কখনো ভালবাসতেন না। বিএনপি সরকারের আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল। কিন্তু বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশ খাদ্যে পরিপূর্ণ করে। পরে বিএনপি সরকার আবার ক্ষমতায় এসে দেশকে নৈরাজ্য রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আজ আওয়ামী লীগ সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। অথচ দেশ গঠনে বঙ্গবন্ধু নিজের পরিবারকে সময় দিতে পারেনি। কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় তাকে সপরিবারে জীবন দিতে হয়েছিল। সেই মহান ব্যক্তিত্বকে রাষ্ট্র কখনো ভুলে যাবে না।

রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হজরত আলী বেপারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন প্রমুখ।

ঝালকাঠি আজকাল