• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

‘আন্দোলনে ব্যর্থ হয়ে সম্প্রীতির উৎসবে হামলা বিএনপি-জামায়াতের’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

বিএনপি-জামায়াত রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে সম্প্রীতির উৎসবকে আক্রমণ চালিয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে চেয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত যখন আন্দোলনের কথা বলে, আমরা তখন বাঙালির উৎসব স্বাধীনভাবে পালন করা নিয়ে শঙ্কা বোধ করি। নয়া পল্টন থেকে তারা আমাদের মোকাবিলা করার কথা বলে, আর এই মোকাবিলার কৌশল হিসেবে তারা মন্দিরে হামলা করে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে দেশব্যাপী শারদীয় দুর্গোৎসবে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সাদ্দাম হোসেন বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতার ৫০ বছরে কখনো কখনো সরকারে থেকে রাষ্ট্রীয় ‘মেশিনারিজ’ ব্যবহার করেও সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে।

সাদ্দাম বলেন, এ দেশে রহিমের যেমন অধিকার রয়েছে, তেমনি অধিকার রয়েছে রামেরও। এখানে ঈদে উৎসব যেভাবে নির্বিঘ্নে পালন করা হয়, তেমনি পালন করার অধিকার রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি ফয়সাল আহমেদ বলেন, আমরা আগে মানুষ হব, বাঙালি হব। আমরা দেখতে পাই রমজানে আমাদের বিধর্মী সহকর্মী, সহপাঠী কিংবা পাড়া-প্রতিবেশীরা রোজাকে সম্মান দেখিয়ে মুসলমানদের সামনে পানাহার থেকে বিরত থাকেন।

সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল