• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শুরু হচ্ছে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভায় নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম শনিবার থেকে বিতরণ করবে আওয়ামী লীগ।

শুক্রবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় ধাপে এক হাজার সাতটি ইউপিতে ভোট হবে। স্বাস্থ্যবিধি মেনে লোকসমাগম ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। 

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

ঝালকাঠি আজকাল