• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

এই নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, এই নির্বাচন নিয়ে সারাবিশ্বে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটাকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই নির্বাচন অনুষ্ঠিত করছেন। তিনি জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন। জনগণ চায়, তাদের ইচ্ছের প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠন করবে। তাই এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফলাফল সারাবিশ্ব দেখবে। কত ভাগ ভোট কাস্ট হলো এটা নিয়ে আলোচনা হবে। তারা বলে দেশের একটি দল না আসলে নির্বাচন অর্থবহ হবে না। ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো বলছে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের বৈধতা প্রমান করে।
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে কেওড়া ইউনিয়নের সারেংগল নেছারিয়া হোসইনিয়া ফাযিল মাদরাসা মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নিতি আরো বলেন.কোন দল আসলো কি আসলো না এটা কোন কথা নয়, জনগণ অংশগ্রহণ করলো কিনা সেটা হচ্ছে কথা। সুতরাং প্রার্থী আছে কি নাই, কে প্রার্থী হলো এটা দেখার বিষয় নয়, ৭ জানুয়ারি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে হবে। সারাবিশ^কে দেখাতে হবে এই দেশের মানুষ ভোটে বিশ্বাসী, এই ভোট বৈধ।

আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ আব সাইদ খানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি খান আরিফুর রহমান, পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার,আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ বক্তব্য রাখেন।

 

ঝালকাঠি আজকাল