• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কৃষকদের মাঝে বীনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ২০২৩/২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনায় কৃষকদের মাঝে বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মুখ, খেসারী ও সয়াবিন উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিন হাজার একশজন কৃষকদের মাঝে বীনামূল্যে সার,বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জামাল হোসেনসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও কৃষক,কৃষানি। অনুষ্ঠান শেষে ইঁদুর নিধন অভিযান এর উদ্ভোধন করা হয়।

 

ঝালকাঠি আজকাল