• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় অভিযান চালিয়ে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (ওসি) ডিবি মনিরুজ্জামান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজাপুর সদরের বড় কৈবর্তখালী (সমবায়) এলাকার মো.জসিম কাজীকে (৪৪) তার বসত ঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক জসিম কাজী বড় কৈবর্তখালী এলাকার মৃত অলি আহম্মেদের ছেলে।

অপরদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় মিরা বাড়ির পাকা রাস্তা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো.আলমগীর হোসেন হাওলাদারকে (৫৩) আটক করে। আটক আলমগীর হোসেন পূর্ব রাজাপুর এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, শনিবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। মামলা নং ২ ও ৩।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচলনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাজাপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। পরবর্তীতেও তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

ঝালকাঠি আজকাল