• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে উপজেলা সদরের সোনালী ব্যাংক ভবনের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সবার উপস্থিতিতে কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জালনোট শনাক্ত করতে জনসচেতনতা বৃদ্ধিতে প্রাম্যণ চিত্রও প্রদর্শন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্তি পরিচালক (ব্যাংকিং)অসিত ভূষণ শীল। সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস বরিশাল ইস্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহ্ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, রাজাপুর থানা উপ-পরিদর্শক মো. নাজমুজ্জামান।

উল্লেখ্য এ কর্মশালায় উপজেলার সকল ব্যাংক শাখার ম্যানেজার, ক্যাশ অফিসার, এজেন্ট ব্যাংক প্রতিনিধি, এনজিও প্রধান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, জেলে, কৃষক, সাবসায়ীসহ নান শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।

 

ঝালকাঠি আজকাল