• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে বিনামূল্যে চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে রবি মৌসুমে কৃষি পুর্নবাসন কর্মসূচির চলতি অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস যৌথভাবে কৃষি অফিস প্রাঙ্গনে এ আয়োজনে করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান চাষীদের হাতে সার ও বীজ তুলে দিয়ে বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেচ্ছা পাপড়ি, মো. মোস্তাফিজুর রহমান উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গম, মূগ, ভূট্টা, সূর্যমুখী, সরিষা, চিনাবাদাম, খেসারী, সয়াবিন ও মসুর চাষে সহযোগিতায় এ উপজেলার ছয় ইউনিয়নে মোট ২৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এ সহায়তা প্রদান করা হবে।

 

ঝালকাঠি আজকাল