• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইলিশের প্রজনন মৌসুমে অভিযান উপলক্ষ্যে জেলেদের নিয়ে সচেতনতা সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে নলছিটি উপজেলার সুগন্ধা নদীর মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে  উপজেলার হদুয়া দরবার শরিফ মাঠে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।


 সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলি। উপজেলা চেয়ারম্যান  সিদ্দিকুর রহমানের  সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও  নলছিটি থানা ওসি মোঃ আতাউর রহমান। মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবামৎস্যজীবীবৃন্দ, জেলা ও উপজেলা মৎস্য কিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের  প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়।

 

 

ঝালকাঠি আজকাল