• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজাপুর এ আয়োজন করেন।

ব্যাপক জনসম্পৃক্ততা, লাগসই মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ তথা জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে টেকসই মৎস্য উন্নয়নের জন্যই প্রতি বছরের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি (ভার্চুয়ালি) হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বজলুল হক হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোজাম্মেল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম ১৯৯৩ সাল থেকে শুরু হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে ১৯৯৬ সাল হতে দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এ সময় মৎস্য সপ্তাহের ২য় দিনের কর্মসূচি অনুযায়ী উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরন এবং উপজেলার ৪ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে উপজেলা মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠি আজকাল