• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নলছিটিতে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ জুন ২০২২  

ঝালকাঠি প্রদিনিধি:
ঝারকাঠির নলছিটিতে “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতায় উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপনে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পৌরসভা হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার  রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজিম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান,ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী তালুকদার,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দসহ  বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও বিজয়ী  প্রতিযোগিরা।

এর মধ্যে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে প্রথম স্থান লাভ করেছেন জুলফিকার আলী ভূট্টো ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী তালুকদার, স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ,মাদরাসা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন কামদেবপুর ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক মিলন কান্তি দাস ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের বিন-ই আমীন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে প্রথম স্থানে রয়েছে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ,স্কুল পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসা ও কারিগরি পর্যায়ে রয়েছে প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট হিসেবে পুরস্কার লাভ করেন নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রুহুল আমিন।

এসব ক্যাটাগরি বাদেও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে বিজয়ী ১২ জন সেরা মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও পুরস্কার স্বরূপ প্রত্যেকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
 

ঝালকাঠি আজকাল