• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে দুই তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মে ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে মজুদ করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। কেউ কেউ তেল মজুত করে বাড়তি দামে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নলছিটি শহর এলাকায় অভিযান চালায়।

এ সময় সয়াবিন তেলের বোতালের গা থেকে পুরাতন দাম মুছে ফেলে নতুন দামের সিল মারার অভিযোগে নলছিটির দুই তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ী জান্নাতি রিয়াজ হোসেনকে ৪০ হাজার ও অপর এক ব্যবসায়ী শাওন এগরোফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস এ অভিযান পরিচালনা করেন। পরে তেল নিতে আসা সাধারণ মানুষের মাঝে সরকার নিধারিত মূল্যে উদ্ধার করা তেল বিক্রি করা হয়।

ইন্দ্রানি দাস বলেন, জেলার নলছিটি উপজেলায় দুটি দোকানে অভিযানের সময় জান্নাতি রিয়াজ হোসেন নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে তেল কেনার এবং বিক্রির রশিদ না দেখানোর কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইন্দ্রানি দাস আরো বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যহত থাকবে।
 

ঝালকাঠি আজকাল