• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নলছিটিতে গাঁজা গাছসহ স্বামী-স্ত্রী আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ মে ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:

লকাঠির নলছিটিতে একটি ভবনের ছাদ থেকে  ১১টি গাঁজার গাছ ও গাঁজাসহ স্বামী, স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক কারবারি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বাসিন্দা হানিফ মোল্লা (৪৮) ও তার স্ত্রী রিক্তা বেগম (৪০)।

নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে গাজ গুলো তুলে ফেলছিল। টবে লাগানো ছোট ছোট গাছগুলো নষ্ট করে দেয়। বড় ১১ টি গাছ আমরা উদ্ধার করি। তার স্ত্রী বাসার ভিতর থেকে ২শত গ্রাম গাজা সরিয়ে দেওয়ার সময় আমাদের হাতে আটক হয়।'

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরের অভিযান চালিয়ে বাসার ছাঁদ থেকে ১১ টি গাঁজার গাছ ও দুই শত গ্রাম গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

ঝালকাঠি আজকাল