• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে সরকারের প্রণোদনার ধানের বীজ ও সার বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২  

রাজাপুর প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরে ২০২২-’২৩ খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ, ডিএপি এবং এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।উপজেলার ছয়টি ইউনিয়নের দুই হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কৃষি অধিদপ্তরের অয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি অনুজা মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন প্রমূখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উকশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আমন ও বোরো মৌসুমের মধ্যবর্তী সময় ফাঁকা জমিতে আউশ চাষ করে অতিরিক্ত ফলনের সুযোগ থাকলের কারনে কৃষিবান্ধব সরকার কৃষকদের কথা চিন্তা করে গত অর্ধ যুগের বেশি সময় ধরেই আউশ আবাদে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। উচ্চফলনশীল জাতের আউশ ধান আবাদ তুলনামূলক কম উৎপাদন খরচ এবং সরকারের নানাবিধ ভর্তুকি সহায়তা কার্যক্রম এবং পরিবেশগত বিষয়ের কারণে আউশ আবাদ আবার জনপ্রিয় করাই কৃষি মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য।
 

ঝালকাঠি আজকাল