• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে চলতি আমন মৌসুমের সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি নলছিটিতে চলতি আমন মৌসুম ২০২১-২২এর সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল জব্বার, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ৩৬৪ মেট্রিক টন ধান এবং ৪০ টাকা দরে ১ হাজার ৯৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। ২০২২ সালের ২৮ ফের্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে। কৃষকরা সরকারে নির্ধারণ করা মূল্যে ধান,চাল বিক্রয় করতে পারবে। 
 

ঝালকাঠি আজকাল