• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, সহকারি কমিশনার ভূমি অনুজা মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সরকারি বিভিন্ন বিভাগ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন “শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।”

এ ছাড়াও উপজেলা পরিষদ হলরুমে 'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' নির্ভর এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে শিশুদের উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
 

ঝালকাঠি আজকাল