• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে বিট পুলিশিং এর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

রাজাপুর প্রতিনিধিঃ

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে বুধবার (১৩ অক্টোবর) বিকেলে মঠবাড়ি ইউনিয়নের বাঘড়ী বাজারে বিট পুলিশিং এর উদ্যোগে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্টিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল জনাব মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানা অফিসার্স ইন চার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম। 

উপজেলার ৬ নং মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোঃ শাহ জালাল হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, বাজার কমিটি সাধারন সম্পাদক মো. জাকির সিকদার, বিট অফিসার সহ স্থানীয় ব্যবসায়ীরা।  

বিট পুলিশিং সভায়, নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন, মাদক বিরোধী, করোনা মহামারীতে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিট পুলিশিং কি ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে জনসচেতন মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ। 

ঝালকাঠি আজকাল