• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বিষখালী নদী থেকে মাটি উত্তোলন কারী দুই জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

রাজাপুর উপজেলার বিষখালী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামের মৃত আনসার আলী আকনের পুত্র মোঃ নজরুল ইসলাম ও মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মকবুল হোসেন নামে এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজাপুর উপজেলার বিষখালী নদীর চল্লিশকাহনিয়া এলাকায় অবৈধভাবে নদীর পাড়ের মাটি উত্তোলন করছে এমন খবর জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটবেনা বলে মুচলেকা দেওয়ায় তাকে আটক না করে ছেড়ে দেওয়া হয়।
 

ঝালকাঠি আজকাল