• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে নদীর মাটি কেটে নেয়ার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীতীরের মাটি কেটে ইটভাটায় নেয়ার দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, ৫ টি ট্রলার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি এতে মামলা হয়েছে ৬০টি।

ঝালকাঠিতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসন ও পুলিশের নজরদারি কড়াকড়ি করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশদ্বারসহ বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে মুভমেন্ট পাস আছে কিনা তা তল্লাশী করছে। যানবাহন ও পথচারীদের রাস্তায় বের হওয়ার সঠিক কারন বলতে না পারলে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৫০ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য জানিয়েছেন।

এদিকে ঝালকাঠির নলছিটিতে লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক ছাড়া ঘোরাঘুরি করায় ১৮ পথচারী ও দোকানিকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২য় ধাপে সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।  জরুরী কাজ ছাড়া বাহিরে ঘোরাঘুরি করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। নলছিটি শহরে এই বিধিনিষেধ অমান্য করায় ১৮জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার । 

অভিযানের ব্যাপারে তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। এখন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি  অবশ্যই মেনে চলতে হবে। আর যদি কেউ এই বিধিনিষেধ অমান্য করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ঝালকাঠি আজকাল