• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশন ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আয়োজনে রবিবার সকালে নলছিটি উপজেলা প্রশাসনের সহায়তায় ৫ কি.মি ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল ম্যারাথনে অংশ নিতে প্রায় দেড় হাজার মানুষ অনলাইনের মাধ্যেমে রেজিস্ট্রেশন করে দৌড়ে অংশ নেন।

রবিবার সকাল ৮ টায় নলছিটি চায়না মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে থানা সড়কের ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে একই সড়কের দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে চায়না মাঠ চত্বরে এসে শেষ হয়। এর আগে নলছিটি চায়না মাঠে বেলুন উড়িয়ে দৌড়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, নবনির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোঃ শাহেদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল