• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করলেন সেনাবাহিনী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১  

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে গরীব ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজাপুর সদরে অবস্থিত রাজাপুর সরকারী কলেজ প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে সিএমএইচ বরিশাল এর পরিচালনায় ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হয়। বৃহস্পতিবার ক্যাম্পেইনে ২৭ জন পুরুষ, ৫৩ জন মহিলা ও ২১ জন শিশু রোগী সেবা গ্রহন করেন। শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে একটি সেনাবাহিনীর টিম এলাকার গরীব ও অসহায় রোগীদের সেবা প্রধান করেন। 

ঝালকাঠি আজকাল