• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

রাজাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১  

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হল উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংঘঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উপজেলা নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার সকাল ৯ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এরপর হাজারো ছাত্র-জনতা প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ র‌্যালী নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

পরে উপজেলা অডিটরিয়ামে নব-নির্বাচিত উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি দুলাল তেওয়ারী, সাধারন সম্পাদক এসএম আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন মৃধা ও দেবাশীষ ঘরামী দেবু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সমাজ সেবিকা বিউটি সিকদার, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেয়।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

ঝালকাঠি আজকাল