• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীনদের জন্যে ঘর নির্মানের কাজ শুরু হয়েছে। ঝালকাঠির সদর উপজেলায় মানননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচির আওতায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীনদের জন্যে ঘর নির্মানের কাজ শুরু হয়েছে। সোমবার ঝালকাঠি উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার আনুষ্ঠানিক ভাবে এ গৃহ নির্মানের কাজ উদ্ধোধন করেন।

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ভূমিহীন ৩২টি পরিবারকে এ ঘর প্রদান করা হবে। সরকারি খাস জমি অবমুক্ত করে এ ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি গৃহে দুই কক্ষসহ একটি বারান্দা এবং আলাদা ভাবে রান্না ঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। উপজেলা পরিষদের তত্ত্বাবধায়নে এক লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে এ গৃহগুলো নির্মান করা হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত মধ্যদিয়ে ঘর নির্মানের কাজ ভিত্তিস্থাপন করেন।

ঝালকাঠি আজকাল