• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভূমিহীনদের পুর্নবাসনের জন্য গৃহনির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আবাসন  প্রকল্পের আওতায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামে যে সকল পরিবারের জায়গা জমি ও ঘরবাড়ি কিছুই নেই এই শ্রেণী ৫০টি পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

ঝলকাঠি জেলায় ৪৭৪টি (ক ) শ্রেণী ভুক্ত এই ধরনর পরিবারকে পুর্নবাসন করা হচ্ছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা এই প্রকল্প বাস্তবায়নে  কাজ করছেন। প্রতিটি গৃহ নির্মানের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য আধাপাকা এই ঘরে ১ টি খোলা বারান্দা, ২টি বসত কক্ষ, একটি পাকা টয়লেট, ১টি পাকের ঘর ও ১টি খাবার ঘর ডিজাইনভুক্ত। উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে  খাস জমি উদ্ধার করে সেখানে গৃহ নির্মান করে এই অসহায় পরিবারগুলিকে মাথা গোজার ঠাই করে দিচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার বেলা ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই গৃহ নির্মান প্রকল্প পরিদর্শন করেন এবং নির্মান প্রকল্প গুনগতমান বজায় রেখে বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সাথে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার  ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি আজকাল