• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা, সন্ধ্যার পর থেকে কার্যকর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রামন পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বিকেল ৪টায় জেলা প্রশাসক মো. জোহর আলী এ ঘোষণা দেন। ঝালকাঠি সদর উপজেলার একজন ইউপি সদস্যের করোনা সনাক্ত হয়। আজ সকাল ১১টায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে। এনিয়ে ঝালকাঠি জেলায় শিশুসহ চার জনের করোনা সনাক্ত।

এ খবরের পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় সদর উপজেলাকে লকডাউনের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরবর্তী নির্দেশনা না দেয়া পযন্ত লকডাউন থাকবে বলে জানান, জেলা প্রশাসক মো. জোহর আলী।

ঝালকাঠি জেলায় ২৬৫ জন বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়রেন্টিানে রয়েছে এবং ১৪০ জনের স্যম্পেল বরিশালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮৬জন রিপোর্ট এসেছে। তাদের মধ্যো ৪ জনের রিপোর্ট পজেটিভ ও বাকি ৮২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সভায় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন, ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার, সহকারী পরিচালক এনএসআই আব্দুল কাদেরসহ সমাজসেবা, প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।  

ঝালকাঠি আজকাল