• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা অভিযান ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার সকাল ১০ টা থেকে এক যোগে জেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় তিন টি ইট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ভাটায় অবৈধ ইট ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। লাইসেন্স না থাকায় ঝালকাঠি সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্কে এক লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ রাখা এবং লাইসেন্স নবায়ন না থাকায় এআরএস ইটভাটাকে কে ৫০ হাজার টাকা জরিমানা ও ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মহিন উদ্দিন অভিযান পরিচালনা করেন।
এছারাও জেলার বিভিন্ন উপজেলার ইটভাটা গুলোতে অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হবে।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন,‘ মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে সারা দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার। তারই আলোকে আজ ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত সদর উপজেলার দুইটি ইট ভাটাকে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যাক্রমে অন্য ইটভাটা গুলোতেও অভিযান চালানো হবে।

ঝালকাঠি আজকাল