• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠির নলছিটিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: “ইলিশ হলো মাছের রাজা জটকা ধরলে হবে সাজ” এই স্লোগানে ঝালকাঠির নলছিটিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নৌ রেলি হয়। নলছিটি সুগন্ধা নদীর তীরে মল্লিকপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা ভূমি সহকারী কমিশনার সমাপ্তি রায় সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম,বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, ৪নং কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম দুলাল চৌধুরী।

এ সময় জেলেদের মাঝে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন জেলেদের মাঝে ০২ টি করে ৪০টি ছাগল ও ২০ টি ছাগলের খোয়ার,,এবং ছাগলের খাদ্য বিতরন করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৬ জেলের মাঝে ১৬টি বকনা বাছুর  বিতরণ করেন নলছিটির উপজেলা মৎস্য অফিস।

ঝালকাঠি আজকাল