• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সাত জায়গায় বাড়ি বা ফ্ল্যাট ভুলেও কিনবেন না

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

সবারই স্বপ্ন থাকে নিজের মনের মতো একটি বাড়ি বানানোর। আর সেজন্য চেষ্টারও কোনো কমতি থাকে না। একসময় সফলও হন অনেকেই। তবে এক্ষেত্রে শুধুমাত্র উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম দেখে অথবা স্বাচ্ছন্দ্য বিচার করে বাড়ি বা ফ্ল্যাট কিনলে চলবে না।

বাড়ি কেনার আগে কিছু বিষয় অবশ্যই জানা জরুরি। নইলে আপনার উপর জায়গার খারাপ প্রভাব পড়তে পারে। তাই বাসগৃহ স্থির করার আগে দেখে নিন এই ৭টি জায়গা সেই বাড়ির ধারে কাছে নেই তো! 

>> শ্মশান বা কবরখানার কাছে কখনই বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না। একান্ত যদি তা না সম্ভব হয়, তবে মনে রাখবেন, এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে আপনার বাড়ি থেকে চিতার আগুন অথবা দাফনের ক্রিয়া যেন না দেখা যায়। এর ব্যত্যয় ঘটলে আপনার ও আপনার পরিবারের মানসিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

>> হাসপাতাল থেকেও নেগেটিভ এনার্জির বিকিরণ ঘটে। একঝাঁক অসুখী মানুষের সান্নিধ্য আপনার মনকেও আচ্ছন্ন করে ফেলতে পারে। রোগ সংক্রমণের সম্ভাবনা তো রয়েছেই।

>> কোনো পোড়ো বা ভাঙা বাড়ির কাছে বাড়ি কিনবেন না। পরিত্যক্ত বাড়ির কাছেও নয়। এমন জায়াগায় প্যারানর্মাল শক্তি বিশেষ সুবিধা পায়।

>> চৌমাথার মোড়ে বাড়ি বা ফ্ল্যাট না কেনাই ভালো। রাস্তার আওয়াজ বা দূষণের উপরেও বিপদ রয়েছে। এমন জায়গাতেই অপতান্ত্রিকরা অভিচার বা ক্ষতিকারক ক্রিয়া করে থাকেন।

>> জুয়ার আড্ডার কাছে বাড়ি না কেনাই ভালো। অসংখ্য মানুষের অহেতুক লোভ থেকেও নেগেটিভ এনার্জি উৎসৃত হয়।

>> মদের দোকানের নিকটবর্তী জায়গাও পরিত্যজ্য। কারণ এখান থেকেও বিকিরিত হয় মানসিক শক্তি। কোনো কসাইখানার আশেপাশেও বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না। নিরন্তর প্রাণীহত্যাও ডেকে আনে অমঙ্গলকে।

ঝালকাঠি আজকাল