• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বিমান প্রতিরক্ষা মহড়া রাশিয়ার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

মস্কোতে একটি বিমান প্রতিরক্ষা মহড়া আয়োজনের কথা জানিয়েছে রাশিয়া। তবে দেশটি বলছে, তাদের এই পদক্ষেপ প্রতিরক্ষামূলক। বিমান হামলা প্রতিহত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক, শিল্প ও প্রশাসনিক স্থাপনাগুলোতে বিমান হামলা প্রতিহত করার বিষয়ে অ্যান্টি এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র ব্রিগেডের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এতে যুক্ত ছিল।

এদিকে পশ্চিমা মিত্রদের প্রতি ট্যাংক সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনও দ্বিধা করা উচিত নয়। পুরো দুনিয়ার সংহতি অবশ্যই আমাদের যৌথ শত্রুকে পরাস্ত করবে।

ঝালকাঠি আজকাল