• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

কঠোর বন্দুক আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের সমাবেশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ জুন ২০২২  

যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ বন্দুক হামলার পর আবারও বন্দুকের ব্যবহার কঠোর করতে মরিয়া হয়ে উঠেছে মার্কিনিরা। এজন্য ওয়াশিংটনে জড়ো হয়েছেন প্রায় দশ হাজার মানুষ। তাদের দাবি একটাই বন্দুক আইন কঠোর করতে হবে। 

ওয়াশিংটনে জড়ো হওয়া সবার দাবি একটাই ‘বন্দুকের গুলি থেকে মুক্তি চাই’। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরী এক সভা ডেকেছেন।   

গত ২৪ মে টেক্সাসে বন্দুক ধারীর হামলায় নয় শিশু ও দুইজন প্রাপ্ত বয়স্ক নিহত হয়েছে। এরপর নিউ ইয়র্কে একই ধরনের হামলায় আরও ১০ জন নিহত হয়। পরপর দুটি বড় ধরনের বন্দুক হামলার পর এর নিরাপত্তা নিয়ে সরব হয়ে ওঠে সাধারণ জনগণ। 

শনিবার দেশটির ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং চিকাগো শহরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হন। এ সময় তারা দাবি করেন, এ ঘটনার পর রাজনীতিবিদদের আর ফিরে তাকানোর সময় নেই। কারণ মানুষ মারা যাচ্ছে। 

সমাবেশে অংশ নেওয়া একজন বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এখন সময় এসেছে বন্দুকের ব্যবহার কঠোর করা। আবার অনেকে দাবি জানিয়েছেন, কেউ যদি বন্দুক কিনতে চায়, তাহলে জাতীয়ভাবে তাকে লাইসেন্স প্রদান করতে হবে। 

ঝালকাঠি আজকাল