• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার আহবান এরদোয়ানের

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ মে ২০২২  

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দিতে চাওয়ার সিদ্ধান্তে ভেটো দেবে তুরস্ক। সোমবার এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি বলেন, তুরস্কের ওপর যেসব দেশের নিষেধাজ্ঞা রয়েছে তাদের ন্যাটোতে যোগদানের পক্ষে সমর্থন দেবেন না তিনি।

এর আগে দেশ দুটির বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের আশ্রয় দেয়ার অভিযোগ করেন এরদোয়ান। ২০১৯ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে বাধা দিতে সুইডেন দেশটিতে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। তাকে রাজি করাতে আলোচনার জন্য দেশ দুইটির কূটনৈতিক প্রতিনিধিরা যেন আঙ্কারায় না যায় সেবিষয়ে সতর্ক করেছেন তিনি। সোমবার ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্তের ঘোষণা দেয় সুইডেন।

দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন জানান, নিরাপত্তার জন্য এ পদক্ষেপের পক্ষে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্ট। আগামী কয়েকদিনের মধ্যেই ন্যাটোতে সুইডেনের প্রতিনিধি জোটটিতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন।

এর একদিন আগে রবিবার পুতিনের হুশিয়ারি উপেক্ষা করেই ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্তের ঘোষণা দেয় ফিনল্যান্ড।

ঝালকাঠি আজকাল